Header Ads

রেলের গ্রুপ ডি ২০১৯ পরীক্ষা প্রস্তুতি ।। ১০টি এমসিকিউ প্রশ্ন উত্তর প্রথম পর্ব

রেলের গ্রুপ ডি ২০১৯ পরীক্ষা প্রস্তুতি

১. গ্রিন হাউস আসলে কী?
অ) মূলত কাঁচের তৈরি অট্টালিকা যার তাপমাত্রা খুব কম
আ) কোন অট্টালিকা যাএ সবুজ চারাগাছের চাষ করা হয়
ই) মূলত কাঁচের অট্টালিকা যার তাপমাত্রা কাঙ্খিত মাত্রায় রাখা হয় এবং সবুজ চারাগাছ চাষ হয়@
ঈ) কোনোটি নয়

২. দুটি শঙ্কুর আয়তনের অনুপাত ১ : 4 এবং ব্যাসের অনুপাত ৪ : ৫ হলে, তাদের উচ্চতার অনুপাত কত?
অ) ১ :
আ) ৫ :
ই) ২৫ : ৬৪@
ঈ) ৫ : ১৬

৩. এক অশ্বক্ষমতা = কত?
অ) ৭৩৬ ওয়াট
আ) ৭৪৬ ওয়াট@
ই) ৭৪৮ ওয়াট
ঈ) ৭৫৬ ওয়াট

৪. লালারসে পাওয়া যায় কোন্‌ উৎসেচক?
অ) পেপসিন
আ) পেপটিন
ই) লাইসোজাইম
ঈ) টায়ালিন@

৫. নীচের সংখ্যা সারিতে সম্পর্ক যুক্ত কোন্‌ সংখ্যাটি হবে?
অ) ২৫ : ৬২৫ :: ৩৫ : ?
অ) ১৫৭৫
আ) ১২০৫
ই) ৮৭৫
ঈ) ১২২৫@

৬. মঙ্গলের দুটি উপগ্রহ হল-
অ) ইয়ো এবং ইউরোপা
আ) গনমেদে এবং ক্যালিস্টো
ই) টাইটন এবং চারোন
ঈ) ফোবোস এবং ডিমোস@

৭. নীচের কোন্‌ উক্তিটি বহিঃস্থ গ্রহের ক্ষেত্রে প্রযুক্ত নয়?
অ) এদের বলা হয় জোভিয়ান গ্রহ
আ) এদের বলা হয় গ্যাস দৈত্য
ই) মহাকর্ষীয় বল খুবই কম@
ঈ) এদের পরিক্রমঙ্কাল খুবই কম

৮. দুটি সংখ্যার গসাগু ৫ এবং লসাগু ১৫০, যদি একটি সংখ্যা ২৫ হয়, তবে অন্য সংখ্যাটি কত?
অ) ৩০@
আ) ২৮
ই) ২৪
ঈ) ৪৪

৯. জৈন ধর্মে সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান- এই ইনটিকে একত্রে বলা হয়-
অ) ত্রিসূত্র
আ) ত্রিধর্ম
ই) ত্রিরত্ন@
ঈ) ত্রিশক্তি

১০. নীচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল?
অ) ইউরেনিয়াম
আ) পারদ@
ই) ক্যাডমিয়াম

ঈ) আর্সেনিক

No comments

Powered by Blogger.