Header Ads

রেলের গ্রুপ ডি ২০১৯ পরীক্ষা প্রস্তুতি ।। ১০টি এমসিকিউ প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্ব


১. DNA পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন কে?
অ) এইচ. জি. খোরানা
আ) ওয়াটসন এবং ক্রিক@
ই) ফ্রেডরিক সেঞ্চার
ঈ) ই. এম. সাউদার্ন

২. পৃথিবীতে মোট কত প্রকার প্রোটিন অ্যামাইনো পাওয়া যায়?
অ) ১১ টি
আ) ১০ টি
ই) ২০ টি@
ঈ) ২১ টি

৩. এক ব্যাক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় ৫ কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে দাঁড় টেনে ৪০ কিমি যেতে তাঁর যে সময় লাগল, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে ওই পথে যেতে তার তিনগুন সময় লাগল। স্রোতের বেগ কত?
অ) ৪.৫ কিমি / ঘন্টা
আ) ২ কিমি / ঘন্টা
ই) ৫ কিমি / ঘন্টা
ঈ) ২.৫ কিমি / ঘন্টা@

৪. বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেছিলেন?
অ) ডাঃ বিসি রায়
আ) প্রফুল্লচন্দ্র রায়@
ই) মেঘনাদ সাহা
ঈ) জগদীশচন্দ্র বসু

৫. পিতা পুত্রের থেকে ২৪ বছরের বড়ো। ২ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে বর্তমানে পুত্রের বয়স কত?
অ) ২৩ বছর
আ) ২২ বছর@
ই) ২১ বছর
ঈ) ২০ বছর

৬. নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোন্‌টি ভেক্টর রাশি নয়?
অ) ভর@
আ) ত্বরণ
ই) বল
ঈ) বেগ

৭. কবে ন্যাশানাল ডেভেলপমেন্ট কাউনসিল প্রতিষ্ঠিত হয়েছিল?
অ) ১৯৪৮ সালে
আ) ১৯৫০ সালে
ই) ১৯৫১ সালে
ঈ) ১৯৫২ সালে@

৮. আত্মঘাতী থলি কাকে বলে?
অ) রাইবোজম
আ) লাইসোজোম@
ই) গলগিবডি
ঈ) প্লাস্টিড

৯. কবে গান্ধী-আরউইন চুক্তি সাক্ষর হয়েছিল?
অ) ১৯২৮ সালের ১৫ মার্চ
আ) ১৯৩০ সালের ১৫ মার্চ
ই) ১৯৩১ সালের ১৫ মার্চ@
ঈ) ১৯৩৫ সালের ১৫ মার্চ

১০. কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?
অ) লৌহ ইস্পাত শিল্পকে
আ) কার্পাসবয়ন শিল্পকে
ই) পেট্রো-রসায়ন@

ঈ) অটোমোবাইল

No comments

Powered by Blogger.