ভারতের ভৌগোলিক অবস্থান সীমানা প্রথম পর্ব
ভারতের ভৌগলিক অবস্থানঃ-
ভূমিকাঃ- আমাদের
জন্মভূমি,ভারতবর্ষ পৃথিবীবাসীর কাছে বিভিন্ন নামে
পরিচিত-যেমন ইন্ডিয়া,হিন্দুস্থান,ভারতবর্ষ বা ভারত।গ্রিক শব্দ ‘Indol’ থেকে এই দেশের নামকরন হয় India।বহু প্রাকৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্য
ভারতবর্ষকে এক অন্যরূপ দান করেছে।বিশাল প্রাকৃতিক ও অর্থনৈতিক বৈচিত্রের জন্য একে ‘ক্ষুদ্র পৃথিবীর সংস্করণ’ বলা হয়।“নানা ভাষা নানা
মত নানা পরিধান”-এই বৈচিত্রের জন্য একে
উপমহাদেশ ও বলে।
অক্ষাংশগত অবস্থানà দেশের মূল ভূখন্ড দক্ষিণে ৮°৪’উত্তর অক্ষাংশ
(কন্যাকুমারিকা) থেকে উত্তরে ৩৭°৬’উত্তর অক্ষাংশ(ইন্দীরা কল)পর্যন্ত
বিস্তৃত।কিন্তু ভারতের দক্ষিণ সীমা বিস্তৃত আন্দামান-নিকবর দীপপুঞ্জের দক্ষিন সীমা
৬°৪৫’উঃ
অক্ষাংশ(ইন্দিরা পয়েন্ট)পর্যন্ত।
দ্রাঘিমাংশ অবস্থানà ভারতের পশ্চিমে ৬৮°৭’পূর্ব থেকে
ভারতের পূর্বে ৯৭°২৫’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
গোলার্ধগত
অবস্থানà ভারত নিরক্ষরেখার উত্তরে এবং মূলমধ্যরেখার
পূর্বে অবস্থিত। অর্থাৎ,ভারত উত্তর-পূর্ব
গোলার্ধে অবস্থিত।
ভারতের উত্তরতম
বিন্দু হলàইন্দিরা কোল,ভারতের মূল ভূখন্ডের দক্ষিনতম বিন্দু হলàকন্যাকূমারী অন্তরীপ, ভারতের দক্ষিনতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট, ভারতের পশ্চিমতম
বিন্দু হলàগুজরাটের গুহার মোটার, ভারতের পূর্বতম বিন্দু হলàঅরুনাচলের কিবিথু।
কর্কটক্রান্তি রেখার বিস্তারà ভারতের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তিরেখা বিস্তৃত।এই
রেখা ভারতের ৮টি রাজ্যকে ছেদ করে গিয়েছে।যেগুলিহল-গুজরাত,রাজস্থান,মধ্যপ্রদেশ,ছত্তিশগড়,ঝাড়খন্ড,পশ্চিমবঙ্গ,ত্রিপুরা ও
মিজোরাম।
৮০°পূর্ব দ্রাঘিমা ভারতকে উত্তর-দক্ষিনে সমান দুই
ভাগে ভাগ করেছে।
বিস্তারঃ- ভারতের
উত্তরে ইন্দিরা কল থেকে দক্ষিনে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হল-৩২১৪কিমি। এবং
অরুনাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত পূর্ব-পশ্চিমে বিস্তৃত-২৯৩৩কিমি।
উপকূল অঞ্চল থেকে
সমূদ্রের দিকে ১২ নটিক্যাল মাইল বা ২১.১কিমি পর্যন্ত ভারতের ভূখন্ডের বিস্তার।
ভারতের সীমাঃ-
স্থল সীমাà ভারতের স্থলসীমানা প্রায় ১৫,১০৬.৭কিমি বা ১৫,২০০কিমি।ভারতের
সাথে ৭টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে,যথা-চীন,বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভূটান, আফগানিস্তান।সবচেয়ে
বেশি সীমা রয়েছে বাংলাদেশের সাথে (৪,০৯৬.৭কিমি)।
জল সীমাà ভারতের মোট ভূখন্ডের (লাক্ষাদ্বীপ,আন্দামান-নিকবর দ্বীপ কে নিয়ে) উপকুল রেখার
দৈর্ঘ হল ৭,৫১৬.৬ কিমি বা ৭,৫১৭কিমি। এবং ভারতের মূল ভূখন্ডের উপকুল রেখার
দৈর্ঘ হল ৬,১০০কিমি।
No comments