একাদশ শ্রেণীর মডেল প্রশ্ন গুলি দেখে নাও কেমন হয়
১.সমুদ্র বক্ষের বিস্তৃতির
সপক্ষে উপযুক্ত যুক্তি দাও। এইরি ও প্রাটের সমস্থিতি মতবাদের তুলনামূলক আলোচনা
করো। ৪+৩
২. অভিকর্ষ বিচ্যুতি কাকে বলে?
চ্যুতির ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। ২+৫
অথবা চ্যুতির বিভিন্ন গাঠনিক
উপাদানগুলি চিত্রসহ লেখো। চ্যুতি ভৃগু ও চ্যুতিরেখা ভৃগুর পার্থক্য লেখো। অভিকর্ষ
চ্যুতি কাকে বয়লে? ৩+৩+১
৩. বিভিন্ন ধরণের বাস্তুতন্ত্রের
উপাদানগুলি উদাহরনসহ বিস্তারিত আলোচনা কর। পুষ্টি স্তর কাকে বয়লে? ৫+২
অথবা উদাহরন সহকারে খাদ্য
শৃঙ্খলের শ্রেনিবিভাগ কর। খাদক ও বিয়োজকের দুটি পার্থক্য লেখো। শক্তি প্রবাহ কাকে
বলে? ৪+২+১
৪. সরলবর্গীয় অরণ্য অঞ্চলেত
কাষ্ঠশিল্পে উন্নতিলাভ করার কারন গুলি বিস্তারিত লেখো। ক্রান্তীয় বৃষ্টি অরন্য ও
সরলবর্গীয় অরন্যের তিনটি পার্থক্য লেখো। ৫+২
অথবা সাম্প্রতিকালে ক্রান্তীয়
অঞ্চলে বানিজ্যিক মৎস্যক্ষেত্রে বিকাশ বা উন্নতি লাগের কারন কী? ভারতে মৎচাষের
উন্নতির জন্য কি কি নীতি গ্রহন করা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা কর। ৪+৩
৫. ব্রাজিলে ভূমি ব্যবহার
পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করো। রেন ওয়াটার হারভেস্টিং বলতে কি বোঝ? ৫+২
অথবা শহরাঞ্চলের ভূমির ব্যবহার ও
গ্রামাঞ্চলের ভূমির ব্যবহারের তুলনামূলক আলোচনা কর। জলবিভাজিকার উন্নয়ন বলতে কি
বোঝ? ৫+২
No comments