Header Ads

গেস্টাল্ট তত্ব (GestaltTheory) :- (কোহলার)

গেস্টাল্ট তত্ব (GestaltTheory) :- (কোহলার)

প্রবর্তক :- কাটজ কাফকা, ওয়ার্দিমার এবং উলফগ্যাং কোহলার হল এই তত্বের প্রবক্তা l
পরীক্ষা :- কোহলার এই তত্বের সমর্থনে
অ) মুরগী ও কাঠের বাক্সের পরীক্ষা
আ) শিম্পাঞ্জির পরীক্ষা
অন্তর্দৃষ্টি (Insight) জাগিয়ে তোলার জন্য গেস্টাল্ট বাদীরা দুই ধরনের প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন যথা -পৃথকীকরণ ও সামান্যীকরণ l
 অন্তর্দৃষ্টির কার্যকারিতার উপর প্রভাব বিস্তার কারী উপাদান হল -অতীত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ বুদ্ধি ও মানসিক ক্ষমতা l
-:সমাজ প্রজ্ঞামূলক শিখন (Social Cognitive Theory) :-বাণ্দুরা :-
 প্রবর্তক :- বান্দুরা এবং ওয়ালটার (সহযোগী)
ভিত্তি :- এই তত্বে প্রজ্ঞামূলক মনস্তত্ব এবং আচরণ সংশোধনের নীতির সমন্বয় l
 মডেল :-এ ভিকারিয়াস লার্নিংএ মডেল দু প্রকারের যথা -
অ) প্রকৃত মডেল :- পিতামাতা, বন্ধু শিক্ষক
আ) সাংকেতিক মডেল :- বই, টিভি, পত্রপত্রিকা
 বান্দুরার শিখন কৌশল আচরণ অনুকরণের মাধ্যমে শিখন বা Vicarious Learning নামে পরিচিত l

No comments

Powered by Blogger.